মোবাইল ফোন গরম হয়ে গেলে
আপনার করণীয়
আপনার করণীয়
মোবাইল ফোন ব্যাবহারের সময়
আমারা প্রায় সময় লক্ষ করে থাকি আমাদের মোবাইল ফোনটি গরম হয়ে যায় ।অনেকই হয়ত বলেন
মোবাইল ফোন বেশি ব্যাবহার করার জন্যই এমন হয় আবার অনেকে বলে মোবাইল ফোনের ব্যাটারি
ভালো না থাকায় এমন হয়।আসলে কিন্তু তা ঠিক না।জেনে নিন মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার
অনেক গুলু কারন ও প্রতিকার।
আমারা প্রায় সময় লক্ষ করে থাকি আমাদের মোবাইল ফোনটি গরম হয়ে যায় ।অনেকই হয়ত বলেন
মোবাইল ফোন বেশি ব্যাবহার করার জন্যই এমন হয় আবার অনেকে বলে মোবাইল ফোনের ব্যাটারি
ভালো না থাকায় এমন হয়।আসলে কিন্তু তা ঠিক না।জেনে নিন মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার
অনেক গুলু কারন ও প্রতিকার।
মোবাইল ফোনে একাধিক অ্যাপ
একসাতে অন করে রাখা।
একসাতে অন করে রাখা।
মোবাইলে ভাইরাস এবং
ম্যালওয়্যারের জন্য মোবাইল ফোনে গরম হতে পারে।
ম্যালওয়্যারের জন্য মোবাইল ফোনে গরম হতে পারে।
মোবাইলে রেম ও ক্যাশ কমে
যাওয়ার হতে পারে।
যাওয়ার হতে পারে।
আমারা অনেকই মোবাইল এর
কাভার ব্যাবহার করি সেক্ষেত্রে লক্ষ রাখতে হবে আমাদের এই কাভারটি যেন তাপ শুষে
নিতে পারে।
কাভার ব্যাবহার করি সেক্ষেত্রে লক্ষ রাখতে হবে আমাদের এই কাভারটি যেন তাপ শুষে
নিতে পারে।
মোবাইল ফোন যতটা সম্ভব সরাসরি
সূর্যের আলো থেকে দূরে রাখুন ।
সূর্যের আলো থেকে দূরে রাখুন ।
মোবাইল ফোন রাতে চার্জে
লাগিয়ে ঘুমানো থেকে বিরত থাকুন।
লাগিয়ে ঘুমানো থেকে বিরত থাকুন।
মোবাইল ফোনে চার্জ কম থাকা
অবস্থায় মোবাইল ব্যাবহার না করা ডাউনলোড না করা।
অবস্থায় মোবাইল ব্যাবহার না করা ডাউনলোড না করা।
মোবাইল এর ব্রাইটন্যাস
নরমালে রাখবেন।
নরমালে রাখবেন।
মোবাইল এর সফটওয়্যার গুলু
প্রয়োজন অনুযায়ী আপডেট দেওয়া।
প্রয়োজন অনুযায়ী আপডেট দেওয়া।
মোবাইল এর ও প্রয়োজনীয় ডাটা
বা সেটিং যেমন ওয়াইফাই ব্লুত্থত এগুলু অফ রাখুন।
বা সেটিং যেমন ওয়াইফাই ব্লুত্থত এগুলু অফ রাখুন।
মোবাইল টি অতরিক্ত গরম হলে
মোবাইল ফোন টি কিচ্ছুক্ষণ এর জন্য বন্ধ করে রাখবেন।
মোবাইল ফোন টি কিচ্ছুক্ষণ এর জন্য বন্ধ করে রাখবেন।
মোবাইল ফোনের ব্যাবহার দিন
দিন বেড়েই চলেছে ।দামি বা কম দামি যে ধরনের মোবাইল এ হওক মোবাইল এর ধরন অনুযায়ী
মোবাইল কিছুটা গরম হতে পারে ।তবে যদি আপনার মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়
তাহলে এই টিপস গুলু মেনে চলে দেখতে পারেন তার পর ও যদি না হয় তাহলে মোবাইল ফোন টি
আপনারা পাশের কোনো মোবাইল সার্ভিস সেন্টারে দেখাতে পারেন। আর হ্যাঁ অবশ্যই একটি
কথা মনে রাখবেন ঘুমানোর সময় মোবাইল ফোনে একটু দূরে রেখে ঘুমান।সবাই ভালো থাকবেন
।আর যদি আমার পোস্ট গুলা ভালো লাগে তো শেয়ার করবেন।ধন্যবাদ
দিন বেড়েই চলেছে ।দামি বা কম দামি যে ধরনের মোবাইল এ হওক মোবাইল এর ধরন অনুযায়ী
মোবাইল কিছুটা গরম হতে পারে ।তবে যদি আপনার মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হয়ে যায়
তাহলে এই টিপস গুলু মেনে চলে দেখতে পারেন তার পর ও যদি না হয় তাহলে মোবাইল ফোন টি
আপনারা পাশের কোনো মোবাইল সার্ভিস সেন্টারে দেখাতে পারেন। আর হ্যাঁ অবশ্যই একটি
কথা মনে রাখবেন ঘুমানোর সময় মোবাইল ফোনে একটু দূরে রেখে ঘুমান।সবাই ভালো থাকবেন
।আর যদি আমার পোস্ট গুলা ভালো লাগে তো শেয়ার করবেন।ধন্যবাদ
Nice BRO…..
ধন্যবাদ ভাই ।