বঙ্গবন্ধু স্যাটেলাইট ১

আসসালামুয়ালাইকুম । সবাই
কেমন আছেন । ভালো তো ??? আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১
 সম্পর্কে আলোচনা করবো ।  আপনারা জানেন  অনেক দিন অপেক্ষার পর অবশেষে ১২-০৫-২০১৮ তারিখে
উৎক্ষেপণ করা হল  বঙ্গবন্ধু স্যাটেলাইট
  এবং এর মাধ্যমে বাংলাদেশ ৫৭ তম দেশ
হিসাবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ এর  মালিকানা লাভ করলে । এই উপগ্রহ উৎক্ষেপণ এর ফলে
বাংলাদেশ একদিকে যেমন নিজেদের চাহিদা পুরন করতে পারবে অপরদিকে আবার এর মাধ্যমে
বৈদেশিক মুদ্রা অর্জন করা ও সম্ভব হবে 

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১

তাছাড়া কমিউনিকেশন, তথ্য ,ডাটা ,টেলিকাস্ট
ইত্যাদি সেবা পাওয়া যাবে । এই  কৃত্রিম
উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ এর ফলে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ খাতে আরও এক ধাপ এগিয়ে
গেল
 স্পেস এক্স এর
ফ্যালকন ৯ রকেটের  ব্লক ফাইভ ফ্লোরিডার
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নিয়ে রওনা হয় সনিবার রাত 
২ টা ১৪ মিনিটে । এর আগে প্রায় ৩ হাজার কুটি টাকা ব্যায় এই কৃত্রিম উপগ্রহ
পাঠানোর উদ্যোগ নেওয়া হয় । বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ডিটি এইচ  পদ্ধতি ব্যাবহার করে স্যাটেলাইট থেকে সরাসরি
টেলিভিষন সম্প্রচার সম্ভব । 

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১

তাছাড়া ও দেশের প্রাকৃতিক
দুর্যোগ এর কারনে দেশের বিদ্যমান টেরেস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এই
স্যাটেলাইট ব্যাবহার করা যাবে । প্রতিটি স্যাটেলাইট এর নির্দিষ্ট একটি আয়ু কাল
থাকে  এজন্য আমাদের এই বঙ্গবন্ধু
স্যাটেলাইট এর আয়ুকাল দেওয়া হয়েছে ১৫ বছর ।  আজ আর নয় আবার নতুন পোস্ট নিয়ে আসবো সেই পর্যন্ত
 সবাই ভালো থাকবেন ।  আল্লাহ হাফেয …

bongobondhu satalite 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *